এবার নতুন বিজ্ঞাপনে শাকিব খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৭
বাংলা সিনেমার 'নাম্বার ওয়ান' তারকা শাকিব খানকে দীর্ঘদিন পর আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। শীতে ত্বকের যত্ন ও সুরক্ষার জন্য দেশের জনপ্রিয় প্রসাধনী পণ্য মেরিল পেট্রোলিয়াম জেলি-এর নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সুপরিচিত নির্মাতা আদনান আল রাজীব, যিনি কয়েক বছর আগে শাকিব খানের সঙ্গে দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন। জানা গেছে, গত দু’দিনে এই বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে আসবে।
এদিকে, কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শাকিব খান বিভিন্ন কারণে রিমার্ক হারল্যান কোম্পানি ছেড়ে দিয়েছেন। এই কারণে চলতি বছরের মে মাস থেকে তাকে কোম্পানির কোনো কাজেই দেখা যায়নি। অবশেষে শাকিব খানের এই গুঞ্জন সত্যি হয়েছে, যা বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। এর ফলে শাকিব খান নতুন কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিতে সক্ষম হয়েছেন।
শাকিবের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, আগামীতে তাকে নিয়মিতভাবে বিভিন্ন কোম্পানির টিভিসি, ফটোশুট এবং প্রচারণায় অংশ নিতে দেখা যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।