বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

পুট্টাপার্থিতে জন্মশতবার্ষিকী উদযাপনে মোদিকে প্রণাম করলেন ঐশ্বরিয়া রাই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:২৮

সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ব্যতিক্রমী এক দৃশ্য দেখা গেল। মঞ্চে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মুহূর্তটি দ্রুতই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফুটেজে দেখা যায়—মঞ্চে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডুসহ আরও অনেকে। এমন পরিপূর্ণ সভায় বক্তব্য রাখেন ৫২ বছর বয়সী ঐশ্বরিয়া। জাত–ধর্ম ও মানবতার বার্তা দিয়ে তিনি বলেন,

“একটাই জাত, মানবতা। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা, হৃদয়ের ভাষা; আর ঈশ্বরও একজন, তিনি সর্বব্যাপী।”

তার বক্তব্যে উপস্থিত দর্শকরাও হাততালি দিয়ে সমর্থন জানান।

বক্তব্য শেষ করেই প্রধানমন্ত্রী মোদির পা স্পর্শ করে প্রণাম করেন ঐশ্বরিয়া, আর মোদি তার মাথায় হাত রেখে আশীর্বাদ দেন। এরপর আসনে ফিরে যান অভিনেত্রী। অনুষ্ঠানে তিনি হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

এই ঘটনাকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ প্রশংসা করছেন, কেউ আবার সমালোচনা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top