মাহিয়া মাহির পুরনো ভিডিও ফের ভাইরাল, ভক্তদের উত্তেজনা বেড়েছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১৩:৪৫
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে বন্ধু-বান্ধবীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। যদিও অভিনয়ে নিয়মিত নন, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরব। ভক্তদের সঙ্গে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
সম্প্রতি মাহিয়ার দেড় মিনিটের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তার উপস্থিতি ও অভিনয়কে দর্শকরা রীতিমতো প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যেই এক কোটি ভিউ অতিক্রম করেছে।
মাহি সর্বশেষ শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছেন। এরপর থেকে মূলত মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছেন। নানা কারণে তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনার মধ্যেও তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করছেন।
ভক্তরা এখন প্রশ্ন করছেন, মাহি কি আবার নিয়মিত অভিনয়ে ফিরবেন? সময় এলে হয়তো সেই প্রশ্নের উত্তর জানা যাবে। আপাতত তাদের জন্য একমাত্র উপভোগের বিষয় হয়ে আছে এই ভাইরাল ভিডিও।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।