বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

‘১২০ বাহাদুর’ প্রচারণায় পুরোনো বিতর্কে নতুন আলোচনার ঝড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

নতুন ছবি ‘১২০ বাহাদুর’–এর প্রচারণায় ব্যস্ত ফারহান আখতার। আর এই প্রচারণার মাঝেই আবার আলোচনায় এলো বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের এক দশক পুরোনো সমালোচনা—যা ফারহানকে গভীরভাবে আঘাত করেছিল।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ফারহানের ব্লকবাস্টার ছবি ‘ভাগ মিলখা ভাগ’–এ তার অভিনয় নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিন শাহ। সেই মন্তব্য স্মরণ করে ফারহান জানান, এ কথা শুনে তার “খারাপ লেগেছিল”।

এক সাক্ষাৎকারে ফারহানকে সরাসরি প্রশ্ন করা হয়—সমালোচনার পরে তিনি কখনও অভিনয়ের পরামর্শ নিতে নাসিরুদ্দিন শাহের কাছে গেছেন কি না। জবাবে ফারহান স্পষ্ট বলেন,

“যদি তিনি আমাকে সম্মান না করেন, তাহলে আমি কেন তার সঙ্গে যোগাযোগ করব?”

ফারহান আরও বলেন,

“আমি যখন সেই কথাগুলো পড়েছিলাম, ভালো লাগেনি। কিন্তু মেনে নিতে হয়—ওটা তার ব্যক্তিগত মতামত। আমাকে সেই সত্য নিয়ে বাঁচতে হবে যে, আমি যাকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করি, সে-ই এমনটা ভাবেন। তবে যারা আমার কাজের প্রশংসা করছেন, আমি তাদের দিকেই মনোযোগ দেব।”

২৫ বছরের ক্যারিয়ার তুলে ধরে ফারহান বলেন,

“আমি প্রায় ২৫ বছর ধরে সিনেমা নির্মাণ করছি। আমি মনে করি, কারও সৃজনশীল প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাতে হলে তা হওয়া উচিত ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top