বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

কয়েদির পোশাকে মাধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৫

সংগৃহীত

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে সাধারণত রোমান্টিক, গ্ল্যামারাস কিংবা স্নেহময়ী চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শকরা। তবে এবার তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন, ভীতিকর এবং অভূতপূর্ব এক রূপে। অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’–র মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন মাধুরী, যেখানে তাকে দেখা যাবে এক কুখ্যাত সিরিয়াল কিলারের চরিত্রে।

বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় সিরিজটির টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। মাত্র ২০ সেকেন্ডের সেই টিজারেই প্রকাশ পেয়েছে এমন এক টুইস্ট, যা কেউ পূর্বে ভাবতেই পারেনি।

টিজারে মাধুরীর দারুণ রূপান্তর

ভিডিওর শুরুতে দেখা যায়, মাধুরী ধীরে ধীরে খুলছেন তার গয়না ও মেকআপ। এরপর হঠাৎ করেই দৃশ্য পালটে গিয়ে দেখা মেলে এক সম্পূর্ণ ভিন্ন অবতার—কারাগারের পোশাক, রহস্যময় দৃষ্টি এবং ঠোঁটে হালকা, শীতল হাসি। টিজারই বলে দিচ্ছে, মাধুরীর অভিনয়জীবনের অন্যতম অন্ধকার ও গভীর চরিত্র এটি।

এর আগে একইদিন সকালে ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেন একটি রহস্যময় পোস্ট, যেখানে তার জনপ্রিয় গান ‘এক দো তিন’ ও ‘ভোলি সি সুরত’-এর লিরিক আঙ্গিকে সাজানো একটি বার্তার শেষে দেওয়া ছিল ‘কামিং সুন’। সেই পোস্টই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

ফরাসি থ্রিলারের অফিশিয়াল রিমেক

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি থ্রিলার ‘লা মান্তে’–র সরকারিভাবে স্বীকৃত রিমেক হিসেবে। মূল কাহিনিতে এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার পুলিশকে সাহায্য করার প্রস্তাব দেয় তার অনুকরণকারী খুনিকে ধরতে—তবে একটি শর্তে: সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সম্পর্ক থেকেই সৃষ্টি হয় গল্পের তীব্র উত্তেজনা।

আইফা অ্যাওয়ার্ডসে উপস্থিত হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন,

“ইচ্ছে করে আলাদা কিছু করার চেষ্টা ছিল না। চরিত্রটি যখন আমার কাছে আসে, আমি বুঝতে পারি—এটি এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমাকে আমার এক ভিন্ন দিককে ছুঁতে দেয়। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।”

গত বছর মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া থ্রি’–তে সর্বশেষ দেখা গিয়েছিল মাধুরীকে। সম্প্রতি কানাডায় কনসার্টে অংশ নিতে গিয়ে তিনি সমালোচনার মুখেও পড়েছিলেন। তবে সব বিতর্ক পেরিয়ে এখন ভক্তদের দৃষ্টি কেবলই তার নতুন, বিধ্বংসী রূপের দিকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top