বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৪৭

সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপরিচিত নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শাকিব খানের এই চলচ্চিত্রটি বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব খানের দীর্ঘ চলচ্চিত্রজীবনে তাকে বাংলাদেশের ভক্তরা ‘কিং খান’ নামে অভিহিত করে আসছেন। অন্যদিকে, ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও একই নামে ভক্তরা ডেকে আসছেন। এই নামের মিলের পর শাকিব খানের নতুন সিনেমার চিত্রনাট্য  শাহরুখ খানের ছবির আদলে তৈরি হয়েছে।

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা—তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী, যা ‘জাব তাক হ্যায় জান’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনীত দুই নায়িকার সঙ্গে মিল রয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন জানাচ্ছে, তানজিন তিশার চরিত্রটি হুবহু আনুশকা শর্মা অভিনীত চরিত্রের অনুকরণে তৈরি করা হয়েছে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ একটি অ্যাকশন–ড্রামা ঘরানার সিনেমা। এতে শাকিব খান একজন দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

বর্তমানে ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে ‘সোলজার’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে চলতি বছরের ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top