শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

নিউইয়র্কে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এ অতিথি মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫২

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন আর আগের মতো নিয়মিত সিনেমায় কাজ না করলেও নতুন কিছু প্রজেক্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এরমধ্যেই ছুটির মুডে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ঘোরাঘুরি আর প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি সম্প্রতি দেখা গেলো তাকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে।

নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এর সর্বশেষ পর্বে অতিথি ছিলেন মাহিয়া মাহি। সেই আয়োজনে অংশ নিতেই দুজনের একসঙ্গে দেখা মিলেছে সেন্ট্রাল পার্কে।

সাক্ষাৎকারে মাহি তার ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা কথা বলেন। একপর্যায়ে জায়েদ খান প্রশ্ন করেন তার পছন্দের খাবার সম্পর্কে। জবাবে মাহি বলেন, “আমার ভাত এবং শুঁটকি ভর্তা খুব পছন্দ, এটি আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।”

যুক্তরাষ্ট্রে এসে বাংলা খাবার মিস করছেন কি না—এমন প্রশ্নে মাহি জানান, “না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। আমি যখন যা খেতে চাই, ভাবি তাই রান্না করে খাওয়াচ্ছেন।”

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দুই তারকার আড্ডায় ধারণ করা এ পর্বটি শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রকাশিত হয়েছে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top