কোথায় আছেন ‘ম্যায় হুঁ না’–খ্যাত জায়েদ খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫৩
বলিউড মানেই নক্ষত্রের ঝলক। কেউ দীর্ঘ সময় রাজত্ব করেন, আবার কেউ উল্কাপিণ্ডের মতো জ্বলে উঠেই হারিয়ে যান সময়ের গহ্বরে। ঠিক তেমনই এক নাম—জায়েদ খান। ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’–তে শাহরুখ খানের ছোট ভাই ‘লাকি’ চরিত্রে অভিনয় করে যিনি রাতারাতি দর্শকের মন জয় করেছিলেন। সেই লম্বা চুল, চপল হাসি আর স্টাইলিশ লুকে তিনি হয়ে উঠেছিলেন তরুণদের আইকন। কিন্তু খুব দ্রুতই সবকিছু বদলে যায়।
২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সঞ্জয় খান ও জারিন খানের ছেলে জায়েদ খানের। প্রথম সিনেমাটি ব্যর্থ হলেও ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ তাকে এনে দেয় বিপুল পরিচিতি। শাহরুখ খানের অনস্ক্রিন ভাই হিসেবে তিনি সেদিনের দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
কিন্তু এই উত্থান ধরে রাখতে পারেননি বেশিদিন। ২০০৫ সালে ‘শাদি নম্বর ওয়ান’, ‘ওয়াদা’-সহ একাধিক ছবিতে অভিনয় করলেও কোনো ছবিই বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ধারাবাহিক ব্যর্থতার চাপ ও হতাশায় একসময় অভিনয়জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন জায়েদ। এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে বলিউডের পার্টি বা ঘরোয়া আয়োজনে মাঝেমধ্যে তার উপস্থিতি চোখে পড়ে।
পারিবারিকভাবে বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের ভাই তিনি। সিনেমায় অনিয়মিত হলেও পারিবারিক বন্ধনে তিনি সবসময় সক্রিয়।
সম্প্রতি মাকে হারিয়ে শোকাহত জায়েদ খান। মা জারিন খানের ইচ্ছা অনুযায়ী হিন্দু রীতিতে তার শেষকৃত্য সম্পন্ন করেন তিনি—যা নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এই কঠিন সময়ে হৃতিক রোশন ও তার পরিবারকে তাকে পাশে দাঁড়াতে দেখা যায়।
বলিউডে আর নিয়মিত না থাকলেও ‘লাকি’ চরিত্রের মাধ্যমে জায়েদ খানের নাম আজও স্মরণ করেন চলচ্চিত্রপ্রেমীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।