মিস ইউনিভার্স ২০২৫–এ ইতিহাস গড়ে দেশে ফিরছেন মিথিলা, সমর্থকদের জানালেন কৃতজ্ঞতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪তম আসরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছেন মাগুরার এই তারকা।
শুরুর দিকে খুব একটা আলোচনায় না থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মিথিলার পারফরম্যান্স ও উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ে। সোশ্যাল মিডিয়ায় সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত তার জন্য সমর্থন জানাতে থাকেন। একপর্যায়ে পিপলস চয়েস ভোটে তিনি শীর্ষ স্থানে উঠে আসেন। শেষদিকে ভোট কমে গেলেও টপ থার্টি-তে জায়গা করে প্রতিযোগিতা শেষ করেন তিনি—যা বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।
নিজের এই যাত্রা শেষ হওয়ার পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। থাইল্যান্ড থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় তিনি বলেন—
“আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলেই আজ আমার জার্নি সমাপ্তি হলো। ফলাফল যাই হোক, আমি খুশি। আপনাদের ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। এতো ভালোবাসার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।”
এবারের আসরে প্রথম স্থান অর্জন করেছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ—যা দেশটির জন্যও প্রথম শিরোপা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।