মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনায় আহত মিস জ্যামাইকা—তৃতীয় দিনেও আইসিউতে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫০
থাইল্যান্ডে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি এখনো আইসিউতেই লড়ছেন। দুর্ঘটনার তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর মিস ইউনিভার্স ২০২৪-এর প্রিলিমিনারি রাউন্ডে অংশ নেন। ঝলমলে কমলা রঙের গাউন ও হাই হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ভুল পদক্ষেপে হঠাৎই নিচে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়।
২১ নভেম্বর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়—গ্যাব্রিয়েলকে কমপক্ষে সাত দিন আইসিউতে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালে তার পাশে রয়েছেন বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি।
বোন ফিলিসিয়া বলেন, “গ্যাবির শারীরিক অবস্থা যতটা উন্নতি করার কথা ছিল, এখনও ততটা হয়নি। তবে হাসপাতাল তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।” চিকিৎসক দল জানিয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জ্যামাইকার জনগণসহ বিশ্বজুড়ে থাকা সমর্থকদের—বিশেষ করে বাংলাদেশি ও প্রবাসী জ্যামাইকানদের—গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
আগেই সংগঠনটি জানিয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়; তবে সম্পূর্ণ নিশ্চয়তার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।