নির্মাতা রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মমের হঠাৎ বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

সংগৃহীত

হেমন্তের এক শান্ত শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক সুখবর ছড়িয়ে পড়ল। নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান এবং ছোট পর্দার জনপ্রিয় মুখ মায়মুনা মম এখন আর কেবল সহকর্মী নন—তারা এখন বৈধ দম্পতি।

শুক্রবার (২১ নভেম্বর) ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে একান্ত ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির মিষ্টি মুহূর্ত, যা সঙ্গে সঙ্গে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে।

বিয়ের গল্প প্রকাশ্যে আসার পর ভক্তরা জানার আগ্রহ প্রকাশ করেছিলেন এটি কি প্রেমে ভিত্তিক নাকি পারিবারিক সিদ্ধান্ত। মম জানান, তাদের সম্পর্ক আসলে “কিঞ্চিৎ প্রেম আর কিঞ্চিৎ পারিবারিক।” শুরু হয়েছিল ভার্চুয়ালি—ফেসবুকে সাধারণ ‘হাই-হ্যালো’ দিয়েই পরিচয়। পরে এক কফি শপে দেখা হয়, এবং সেই সাক্ষাতেই রাফায়েল সরাসরি প্রেমের প্রস্তাব দেন। মম বলেন, “ও যেদিন প্রপোজ করল, আমি সোজা বলেছিলাম—আমার বাসায় কথা বলো। ও দেরি করেনি। বাসায় কথা বলল, আর সেই কথা বলতে বলতেই আজ আমরা এক হলাম।”

বিয়ের সিদ্ধান্ত মাত্র এক সপ্তাহের মধ্যে নেওয়া হলেও, নবদম্পতি শিগগিরই বড় পরিসরে রিসেপশনের আয়োজন করবেন, যেখানে প্রিয়জনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করবেন। নতুন জীবনে কে বেশি রোমান্টিক, এমন প্রশ্নে মম বলেন, “বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।”

বর্তমানে তাদের হাতে একগুচ্ছ নাটক ও কাজ রয়েছে। তাই হানিমুনের কোনো পরিকল্পনা নেই। মম বলেন, “হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।”

মায়মুনা মম ছোট পর্দার পরিচিত মুখ এবং সিনেমাতেও দেখা গেছে তাকে। অন্যদিকে রাফায়েল আহসান ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত নয়-ছয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং নেটফ্লিক্সের ‘এক্সট্রাকশন’ সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top