ঢাকাই সিনেমার বীর মুক্তিযোদ্ধা ও প্রযোজক কামাল পারভেজ আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৮
ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই, বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
কামাল পারভেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে, অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ। তিনি জানান, ‘গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে চাচ্চুকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিউতে নেওয়া হয় এবং শেষপর্যায়ে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।’
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলদের পাঁচ ভাইয়ের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। তিনি কেবল প্রযোজকই ছিলেন না, একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতাও। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। বিশেষ করে ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ—তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুকালে কামাল পারভেজ স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।