প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০০
বলিউড সুপারস্টার আমির খান ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার পরও পরিবারের প্রতি দায়িত্ববোধ ও সম্মান প্রদর্শন করছেন। মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্ত-র আঁকা ছবির প্রদর্শনীতে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাজির হন আমির।
উপস্থিত অতিথিরা শিল্পকর্মে মনোযোগী থাকলেও রিনার সামনে হঠাৎ প্রাক্তন স্বামীকে দেখে মুহূর্তে বিস্মিত হন তিনি। পরে সমাজিকমাধ্যমে রিনা লিখেছেন, “প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।”
আমির ও রিনা ১৯৮৬ সালে প্রেমের বিয়ে করেন এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে ২০০২ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাও-র সঙ্গে দ্বিতীয় বিয়ে, ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেন একমাত্র পুত্র আজাদ। ২০২১ সালে সেই সম্পর্কও বিচ্ছেদ হয়। তবুও কিরণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।
বর্তমানে আমির নতুন সম্পর্কের কথাও প্রকাশ্যে জানিয়েছেন। বছরের শুরুতেই তিনি জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন। দুই সংসারের ইতি সত্ত্বেও পরিবারের প্রতি তার দায়িত্ববোধ এবং প্রাক্তনদের প্রতি সম্মান একইভাবে বজায় আছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।