শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার জন্মদিন ভিডিওতে ‘স্বামী’ উল্লেখ, জল্পনা শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০১

সংগৃহীত

বিনোদন জগতে আলোচিত জুটি অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা-গায়ক বীর পাহাড়িয়া ভক্তদের নজর কাড়তে শুরু থেকেই সফল। ভ্রমণ হোক বা রেড কার্পেট—প্রায় সব জায়গায়ই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

এ বছরের জুলাই মাসে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে তারা নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি জন্মদিনের ভিডিও আবারও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ভিডিওতে তারা মজার ছলে বীরকে ‘স্বামী’ বলে উল্লেখ করেছেন, যা নতুন জল্পনা সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, তারা তাদের ঘনিষ্ঠ বন্ধু অরিকে মজা করে জিজ্ঞেস করেন, “তুমি কি আমার স্বামীর সঙ্গে ঘুমোচ্ছ?” অরি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেন, “হ্যাঁ,” এবং পেছনে দাঁড়িয়ে থাকা বীরের দিকে তাকান। এরপর তারা রসিকভাবে জিজ্ঞেস করেন, “তুমি রাতে কীভাবে ঘুমাও?” অরি বলেন, “তোমার স্বামীর সঙ্গে”—এরপর বীর মজা করে আপত্তি জানান।

ভিডিও প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল আরও বেড়েছে। প্রশ্ন উঠছে—বিনোদন জগতের এই নতুন জুটি কি এবার বিয়ের বিষয়ে ভাবছেন?

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top