মোনালি ঠাকুর ভাঙলেন নীরবতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০২
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিলেন না। গানের মঞ্চ, সোশ্যাল মিডিয়া, এমনকি ভক্তদের সঙ্গেও যোগাযোগ কমিয়ে রাখায় নানা জল্পনা শুরু হয়েছিল। অনেকে প্রশ্ন করেছিলেন—ব্যক্তিগত জীবনে কি ভালো নেই, বিয়েতে কি কোনো সমস্যা?
অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন মোনালি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে তিনি জানান, ব্যক্তিগত এবং শারীরিক সমস্যার কারণে দূরে ছিলেন। মোনালি বলেন, “পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন পিছু ছাড়ছিল না। হঠাৎ দাঁতে গুরুতর সমস্যা দেখা দেয়, ফলে অস্ত্রোপচার করাতে হয়। তখন কেউ আমাকে দেখলে অবাক হয়ে যেত—মুখ ভীষণ ফুলে গিয়েছিল। এটা সামলে উঠতেই আবার মারাত্মক জ্বর। এখন একটু ভালো আছি। আপনারা আমার জন্য চিন্তা করেছেন—এটাই সবচেয়ে ভালো লাগে। তাই সবাইকে ধন্যবাদ।”
গায়িকা আরও জানান, ছোটবেলা থেকেই কাজ শুরু করায় দীর্ঘদিনের পরিশ্রমের চাপ এখন শরীরকে ক্লান্ত করে তুলেছে। তাই আপাতত ছুটি কাটাচ্ছেন, শরীর ও মনকে সময় দিচ্ছেন। পাশাপাশি নতুন কাজের পরিকল্পনাও চলছে। মোনালি বলেন, “খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে ফিরছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও থাকব।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মোনালি বিদেশে থাকেন এবং সেখানে গোপনে বিয়েও করেছেন—যা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা রয়েছে। তবে ব্যক্তিগত জীবন এখনও আড়ালে রেখেছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।