শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

‘তেরে ইশক মেঁ’-তে ধানুশ ও কৃতি শ্যাননের নতুন জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০৩

সংগৃহীত

নতুন জুটি, নতুন উত্তেজনা। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তেরে ইশক মেঁ’-র ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ চরমে পৌঁছেছে। বিশেষ করে ধানুশ ও কৃতি শ্যানন-এর নতুন জুটি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। পাশাপাশি এ আর রহমানের সংগীত ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ড করছে।

কৃতি শ্যানন ধানুশের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ধানুশ একজন অসাধারণ অভিনেতা। তার প্রতিভা ও অভিনয়শৈলীর ভক্ত আমি বহুদিন ধরেই। তিনি চরিত্রে অনেক স্তর যোগ করতে পারেন, যা সহ-অভিনেতার কাছ থেকেও প্রতিক্রিয়া বের করে আনে। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

কৃতি আরও জানান, বাস্তবে ধানুশের সঙ্গে আগে কখনো দেখা না হওয়াটা তাদের চরিত্র শংকর ও মুক্তির সম্পর্ক গঠনে স্বাভাবিকতা এনেছে। তিনি বলেন, “আমরা যেমন বাস্তবে আগে দেখা করিনি, ঠিক তেমনি সিনেমার একপর্যায়ে শংকর ও মুক্তিও একে অপরের সঙ্গে প্রথমবার দেখা করে—এটা আমাদের চরিত্রে অভিনয়ের প্রক্রিয়াকে সাহায্য করেছে।”

ধানুশের সঙ্গে তীব্র আবেগঘন দৃশ্যগুলোর প্রসঙ্গ টেনে কৃতি বলেন, “আমাদের কিছু লম্বা ও ইনটেন্স দৃশ্য আছে, যেগুলো একে অপরের শক্তির ওপর নির্ভর করে। ধানুশ খুব সহায়ক ও সহযোগিতাপূর্ণ একজন অভিনেতা। আমাদের শট শেষে একে অপরকে বলতাম—‘এটা দারুণ হলো’। ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজের ইচ্ছা রয়েছে।”

‘তেরে ইশক মেঁ’ সিনেমাটির প্রযোজনা করেছে গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো। আনন্দ এল রাই পরিচালিত চলচ্চিত্রটির গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব, সংগীত পরিচালনা করেছেন এআর রহমান, এবং গানে কথা লিখেছেন ইরশাদ কামিল। সিনেমাটি ২৮ নভেম্বর হিন্দি ও তামিল—দুই ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top