শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স গ্র্যান্ড ফাইনালে জয়লাভ করেছেন মেক্সিকোর ফাতিমা বশ। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২২ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ২৬ বছর বয়সী ফাতিমা সেরা হিসেবে নির্বাচিত হন। এরই মধ্য দিয়ে চতুর্থবারের মতো মেক্সিকো দেশটি মিস ইউনিভার্স শিরোপা জিতল।

ফাতিমার জয় কেবল ৫ মিলিয়ন ডলারের মুকুট-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বসুন্দরী হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন আর্থিক ও ব্যবহারিক পুরস্কার, যা তার জীবনে বিলাসী ও সুযোগসমৃদ্ধ পথ খুলে দেবে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ফাতিমার জন্য প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার (২ কোটি ৭৭ লাখ টাকা) মূল্যের পুরস্কার প্যাকেজ রয়েছে। এছাড়াও তিনি মাসিক প্রায় ৫০,০০০ মার্কিন ডলার (৫৫ লাখ টাকা) পাবেন।

পুরস্কারে রয়েছে বিশ্বজয়ী ভ্রমণ, সাক্ষাৎকার ও বিভিন্ন প্রজেক্টের জন্য প্রাথমিক তহবিল, বিলাসবহুল আবাসন, ব্যক্তিগত চালক, পাঁচ-তারা হোটেলে থাকার সুবিধা এবং গ্ল্যাম স্কোয়াড ও সুস্থতা দলের সেবা।

মুকুটজয়ী ফাতিমার জন্য আরও রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক রেড কার্পেট ও গালা ইভেন্টে অংশগ্রহণ, এবং বিশ্বব্যাপী দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার মর্যাদাপূর্ণ সুযোগ।

বিশ্বসুন্দরী হিসেবে ফাতিমার সামনে শুধুমাত্র সাফল্য নয়, বরং বিলাসবহুল ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রার এক নতুন অধ্যায় খুলে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top