ধর্মেন্দ্রর মৃত্যুর খবর আবারও ভারতীয় সংবাদমাধ্যমে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:১৩
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে গত রোববার রাত থেকে নানা গুজব ছড়িয়েছে। মুম্বাইয়ের কিছু সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে, যদিও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে কিছু সূত্র জানাচ্ছে, তিনি গুরুতর অসুস্থ এবং চিকিৎসাধীন।
ধর্মেন্দ্র সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁর স্ত্রী হেমা মালিনী ও তিন মেয়ে—এশা, অজিতা ও বিজেতা—বাসায় অবস্থান করছেন।
এর আগে চলতি মাসের শুরুতেই তাঁর মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়ানো হয়েছিল। পরিবার তা অস্বীকার করে জানিয়েছিল যে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং গোপনীয়তা দেওয়া উচিত। বর্তমানে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।