দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:২৯
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নিজের আগামী সিনেমা ‘তেরে ইশক মে’-এর প্রচার অনুষ্ঠানে দিল্লির বায়ুদূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানালেন, শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কৃতি শ্যানন বলেন, দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ইতোমধ্যেই বেশ কিছু সিনেমার শুটিং বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। তার নিজের ‘ককটেল ২’ সিনেমার শুটিংও অনিশ্চয়তার কারণে পিছিয়ে গিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং সবার দায়িত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।
অভিনেত্রী ‘তেরে ইশক মে’-এ অভিনয় করছেন দক্ষিণী তারকা ধানুশের বিপরীতে, যা আনন্দ এল রাই পরিচালিত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।