‘স্পিরিট’-এ প্রভাসের নায়িকা হলেন তৃপ্তি দিমরি, দীপিকা পাডুকোন বাদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৩১
ভারতের উদয়পুরে বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার রাজকীয় বিয়েতে বলিপাড়ার একঝাঁক তারকা উপস্থিত ছিলেন—রণবীর সিং, শাহিদ কাপুর ও নোরা ফাতেহি সহ। তবে রণবীর কাপুরের অনুপস্থিতি ভক্তদের চোখে পড়েছে।
অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি কখনো অর্থের বিনিময়ে কারও বিয়েতে নাচবেন না। রণবীর কাপুর বলেছেন, এটি তার পারিবারিক মর্যাদা ও ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তিনি আরও উল্লেখ করেছেন, কোটি কোটি টাকা উপার্জনের চেয়ে ভালো অভিনেতা হিসেবে পরিচিতি তাঁর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি চাইছেন না এমন বিয়েতে অংশ নেন, যেখানে অশ্লীল মন্তব্য বা অনৈতিক পরিবেশ থাকে।
রণবীর কাপুরের বক্তব্যের সঙ্গে মিল রেখে, তার পারিবারিক নীতি এবং ব্যক্তিগত পছন্দই তাকে এই বিয়েতে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।