ছোটপর্দা থেকে দূরে দেবযানী চট্টোপাধ্যায়, নতুন পথের সন্ধানে এখন মুম্বাইয়ে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১১
২২ বছরের টেলিভিশন–ক্যারিয়ারে নিয়মিতভাবে ছোটপর্দায় দেখা গিয়েছে দেবযানী চট্টোপাধ্যায়কে। কখনো নেগেটিভ, কখনো পজিটিভ—বহু জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে গত আড়াই বছর ধরে হঠাৎই ছোটপর্দা থেকে দূরে সরে গিয়েছেন এই অভিনেত্রী। বড়পর্দায়ও কাজ কম। টালিউড ছেড়ে এখন স্থায়ীভাবে রয়েছেন মুম্বাইয়ে। ফলে ভক্তদের মনে জন্মেছে প্রশ্ন—হঠাৎ কেন এই বড় বদল?
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, গত দুই বছরে ধারাবাহিকে অভিনয় নিয়ে আগ্রহ হারিয়েছেন দেবযানী। নিজেই সে কথা স্বীকার করে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘প্রায় আড়াই বছর হলো ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি চলে এসেছিল। তাই মেগাতে আর কাজ করতে চাই না। নতুন কিছু করার সুযোগ নেই। সে জন্যই গল্পের সঙ্গেও নিজেকে আর মিলিয়ে নিতে পারছিলাম না।’’
বর্তমানে নতুন পথের সন্ধানে মুম্বাইয়ে বেশ কিছুদিন ধরে রয়েছেন দেবযানী। পরিবর্তিত সময় ও কর্মসংস্থানের ধরনে তিনি এখন ওয়েব সিরিজে কাজ করতে আগ্রহী। বিভিন্ন প্রোডাকশন হাউসে অডিশন দিচ্ছেন নিয়মিত। মাঝেমধ্যে ব্যক্তিগত কাজের সূত্রে কলকাতায় ফিরতে হলেও অধিকাংশ সময়ই মুম্বাইয়েই থাকছেন তিনি।
এ ছাড়া কলকাতায় তার একটি বুটিক রয়েছে। ব্যবসার কাজ দেখাশোনার জন্য মাঝে-মধ্যে শহরে আসতে হয়। সব মিলিয়ে অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন দেবযানী চট্টোপাধ্যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।