মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কিয়ার আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৩

সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তি, জার্মান অভিনেতা উডো কিয়ার আর নেই। গত রোববার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বহু বছরের সঙ্গী ও শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করা এই বহুমাত্রিক অভিনয়শিল্পী ছিলেন রহস্যময়তার এক অনন্য প্রতিমূর্তি।

ডয়চে ভেলের খবরে জানা যায়, ১৯৭৩–৭৪ সালে পরিচালক পল মরিসি ও শিল্পী অ্যান্ডি ওয়ারহল–এর বিতর্কিত কিন্তু আলোচিত চলচ্চিত্র ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ‘ব্লাড ফর ড্রাকুলা’–তে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছান উডো কিয়ার। কখনো অস্বস্তিকর, কখনো কৌতুকপূর্ণ, আবার কখনো অদ্ভুত এক চৌম্বকীয় আকর্ষণে ভরা ছিল তার পর্দায় উপস্থিতি। এই ছবিগুলোই তাকে ‘ভুলে না যাওয়া’ এক স্ক্রিন–পার্সোনায় প্রতিষ্ঠিত করে।

সত্তর ও আশির দশকে ইউরোপীয় সিনেমায় তিনি হয়ে ওঠেন নিয়মিত মুখ। জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডার–এর সঙ্গে ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’, ‘দ্য থার্ড জেনারেশন’ এবং ‘লিলি মার্লেন’–এর মতো চলচ্চিত্রে কাজ করেন তিনি। সিরিয়াসনেসকে ব্যঙ্গাত্মকতা ও আইরনির সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়ার অভিনয়শৈলী ছিল তার বড় বৈশিষ্ট্য।

নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্ট–এর সঙ্গে তার দেখা হয়, আর সেখান থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু। ভ্যান সেন্টের ‘মাই প্রাইভেট আইডাহো’ ছবিতে কিয়ানু রিভস ও রিভার ফিনিক্স–এর সঙ্গে অভিনয় করে তিনি আমেরিকান দর্শকদের মন জয় করেন।

প্রায় একই সময়ে ডেনিশ পরিচালক লার্স ভন ত্রিয়ের–এর সঙ্গে শুরু হয় তার আরও একটি গুরুত্বপূর্ণ যাত্রা। ত্রিয়েরের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে—‘ইউরোপা’, ‘ব্রেকিং দ্য ওয়েভস’, ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’, ‘ডগভিলে’, ‘মেলানকোলিয়া’, ‘নিম্ফোম্যানিয়াক: ভলিউম ২’—প্রায় সবগুলোতেই উডো কিয়ার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top