মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

নিজের নামে প্রতারণার অভিযোগে মুখ খুললেন রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৬

সংগৃহীত

নিঃশব্দে মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে এক প্রতারক। তার লক্ষ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভক্তরা। ঠিক এমন সময়েই সোশ্যাল মিডিয়ায় সামনে এসে ভক্তদের সতর্ক করলেন অভিনেত্রী নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপে রাকুলের নাম ও ছবি ব্যবহার করে এক ব্যক্তি প্রতারণা চালাচ্ছে। নিজেকে রাকুল পরিচয় দিয়ে তিনি মানুষের সঙ্গে চ্যাট করছেন এবং বিভিন্নভাবে বিশ্বাস অর্জনের চেষ্টা করছেন।

সোমবার (২৪ নভেম্বর) নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে একাধিক স্ক্রিনশট শেয়ার করে সতর্কবার্তা দেন রাকুল। তিনি লিখেছেন—

“হাই সবাই… আমার নজরে এসেছে, কেউ হোয়াটসঅ্যাপে আমার পরিচয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে খেয়াল করুন—এটি আমার নম্বর নয়। কোনো অচেনা কথোপকথনে যুক্ত হবেন না। দয়া করে ব্লক করুন।”

অভিনেত্রী আরও অনুরোধ করেন, যেন ভক্তরা কোনোভাবেই এমন প্রতারণার শিকার না হন এবং সন্দেহজনক নম্বর থেকে আসা বার্তায় সাড়া না দেন।

এই প্রথম নয়—এর আগেও অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সারন–সহ বেশ কয়েকজন তারকার পরিচয়ে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে।

‘দে দে পেয়ার দে ২’–এর মতো হিট ছবিতে অভিনয় করে রাকুল প্রীত সিং ইতোমধ্যেই শক্তিশালী ভক্তগোষ্ঠী গড়ে তুলেছেন। সেই ভক্তদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই তার এই সতর্কতা।

এদিকে অশুল শর্মা পরিচালিত ‘দে দে পেয়ার দে ২’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। সিনেমায় রাকুলের সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন, মিজান জাফরি, ঈশিতা দত্তসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পায় চলতি মাসের ১৪ নভেম্বর।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top