মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

‘গোপন সম্পর্কের’ ইঙ্গিত শুভ–ঐশীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১২

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন শোনা গেছে। তবে এ সম্পর্কের খোঁজ কখনো সেভাবে প্রকাশ পায়নি, কারণ কাজের বাইরে শুভকে খুঁজে পাওয়া যায় দুষ্কর। ব্যক্তিজীবন নিয়ে তিনি সাধারণত আড়ালপ্রিয় হলেও, এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের নিঃশব্দ কৌতূহল প্রকাশ পেতে দেখা গেল।

২৫ নভেম্বর মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন নায়ক ও নায়িকা। ঐশীকে দেখা গেছে শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। আর ছবির ক্যাপশন যেন সম্পর্কের গল্পকে আরও রহস্যময় করেছে। আরিফিন শুভ লিখেছেন, “তোরে এত ভালবাসি, আর বলব কতবার।” একই সময়ে ঐশী লিখেছেন, “যদি হারাস একটিবার, মরে যাব শতবার।”

দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর এক। এই পোস্টের পর আবারও জেগে উঠেছে প্রশ্ন: শুভ–ঐশীর প্রেমের গুঞ্জন কি সত্যিই ফিরে এসেছে, নাকি অন্য কোনো কারণ আছে?

এদিকে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘নূর’ শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। নেটিজেনরা তাই আরও কৌতূহল প্রকাশ করছেন—এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অঘোষিত টান? সময়ই এর সঠিক উত্তর দেবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top