নীহাররঞ্জন গুপ্ত’র ১১০তম জন্মবার্ষিকী আজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২১, ২০:৪৫
![নীহাররঞ্জন গুপ্ত’র ১১০তম জন্মবার্ষিকী আজ](https://www.newsflash71.com/uploads/shares/2021/niharranjan-gupta-2021-06-06-12-45-39.jpg)
আজ বাংলা ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত’র ১১০তম জন্মবার্ষিকী। বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯১১ সালের ৬ জুন তার জন্ম।
নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট একটি বিখ্যাত গোয়েন্দা-চরিত্র হচ্ছে কিরীটী রায়। উপন্যাস ‘কালোভ্রমর’ মধ্য দিয়ে তার গোয়েন্দা চরিত্রের আবির্ভাব ঘটে। যারা গোয়েন্দা কাহিনী পড়তে ভালবাসেন কিরীটী রায় তাদের কাছে খুবই পরিচিত এক চরিত্র। সত্তর-আশির দশকের পাঠকের কাছে ‘হার্টথ্রব’ ছিলেন এই কিরীটী রায়।
নীহার রঞ্জন গুপ্তের অন্যান্য উপন্যাসের সংখ্যা দুইশ'রও বেশি। ‘মঙ্গলসূত্র’, ‘উর্বশী সন্ধ্যা’, ‘উল্কা’, ‘বহ্নিশিখা’, ‘অজ্ঞাতবাস’, ‘অমৃত পাত্রখানি’, ‘ইস্কাবনের টেক্কা’, ‘অশান্ত ঘূর্ণি’, ‘মধুমতি থেকে ভাগীরতী’, ‘কোমল গান্ধার’, ‘অহল্যাঘুম’, ‘ঝড়’, ‘সেই মরু প্রান্তে’, ‘অপারেশন’, ‘ধূসর গোধূলী’, ‘উত্তর ফাল্গুনী’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, 'কলোভ্রমর, ‘ছিন্নপত্র’, ‘কালোহাত’, ‘ঘুম নেই’, ‘পদাবলী কীর্তন’, ‘লালু ভুলু’, ‘কলঙ্ককথা’, ‘হাসপাতাল’, ‘কজললতা’, ‘অস্থি ভাগীরথী তীরে’, ‘কন্যাকুমারী’, ‘সূর্য তপস্যা’, ‘মায়ামৃগ’, ‘ময়ূর মহল’, ‘বাদশা’, ‘রত্রি নিশীথে’, ‘কনকপ্রদীপ’, ‘মেঘকালো’, ‘কাগজের ফুল’, ‘নিরালাপ্রহর’, ‘রাতের গাড়ী’, ‘কন্যাকেশবতী’, ‘নীলতারা’, ‘নূপুর’, ‘নিশিপদ্ম’, ‘মধুমিতা’, ‘মুখোশ’, ‘রাতের রজনী গন্ধা’- এসব তারই রচিত উপন্যাস। তার অনেক উপন্যাস বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ণ করা হয়েছে।
শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা ‘সবুজ সাহিত্য’ এর সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।