বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ফুলের সমাহার নিয়ে এলো বসন্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৭

ফুলের সমাহার নিয়ে এলো বসন্ত

"বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছু বসন্ত এসে গেছে.......!"

জরাজীর্ণ শীতের পর প্রকৃতি সেজেছে নতুন রুপে। ঋতুচক্রের ক্রমধারায় বাংলাদেশে বসন্ত আসে নব নব প্রাচুর্যে প্রকৃতিকে ফুলে ফলে সম্পদে-ঐশ্বর্যে সমৃদ্ধিশালী করতে। বিষন্নতা শীতের পরে প্রকৃতিহয়ে ওঠে সজীব ও প্রাণবন্ত। যেন ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটেই চারিদিকে চোখ-ধাঁধানো ফুলের সমাহার নিয়ে।

অনন্ত সম্ভাবনার ঋতু বসন্ত। বসন্তের আগমন যেন প্রকৃতির সাথে মানব মনে দেয় রঙের ছোঁয়া। প্রেম, বিরহ, মিলন, দ্রোহ-সংগ্রাম, বিজয় আর অনিবার্য নিয়তির পথে নতুন স্বপ্নে পাড়ি দেওয়া এক অধ্যায়ের অনন্য নাম। প্রকৃতির বহুবর্ণিল বৈচিত্র্যের সমারোহে বাংলার রূপ লাবণ্যের পরিবর্তনের সাথে সাথে মানুষের ভেতরের প্রগাঢ় অনুভূতি ও ভাবব্যঞ্জনা ভাস্বর হয়ে ওঠে নতুনত্বে।

দিন-ক্ষণ গুণে গুণে বসন্তবরণের অপেক্ষায় থাকে বাঙালি। কালের পরিক্রমায় বসন্তবরণ আজ বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব। করোনাকালের আগে বসন্তবরণে গ্রাম বাংলায় মেলা, সার্কাসসহ নানা আয়োজনের সমারোহ থাকতো। চলতো পিঠা উৎসবও। করোনাকালে এমন আয়োজনে কড়াকড়ি থাকলেও একেবারেই পিছিয়ে থাকবে না প্রকৃতিপ্রেমীরা।

বসন্ত উৎসব বা বরণ- যেটাই বলা হোক, এর সাথে আবহমান গ্রামবাংলা, সোঁদা মাটির ঘ্রাণ মিশে আছে। বসন্তে গাছগাছালিতে পত্রপল্লবের নতুন কুঁড়ি যেন গ্রামীণ মানুষের অন্তরকে আরও শুভ্র করে, করে পবিত্রও। তাই বসন্তের আগমনে জীর্ণতা ভুলে নব উদ্যমে জেগে উঠুক বাঙালি, বাংলার প্রকৃতি।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: বসন্ত


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top