পৌষেও শীত নেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২১, ২৩:০২
চলছে বাংলা মাস পৌষের শেষ অংশ। দেশের শীততলতম মাস জানুয়ারির পাঁচ দিন গত হয়েছে। তবুও অন্যান্য বছরের মত নেই ঠান্ডার প্রকোপ। চলতি সপ্তাহে সব বিভাগে সর্বানিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। উপকূলীয় বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৩০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। শীতকালের আবহাওয়ায় অন্যতম বৈশিষ্ট্য কুয়াশা এবং উত্তরের হিমেল। এ বছর এখনও দেখা যাচ্ছেনা এ দুই বৈশিষ্ট্য। ফলে শীতের মধ্যভাগেও শৈত্য প্রবাহ নেই কোথাও। বলা যায় শীত মৌসুমে বসন্তের আবহাওয়া।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতকালে এমন উষ্ণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দিনের বেলা শীতের অনুভূতি নাও থাকতে পারে। উত্তরের হিমেল হাওয়া না থাকলে, উপকূলীয় বিভাগগুলোতে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুন্ডে ৩২ ডিগ্রী সেলসিয়াস। বেশিরভাগ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৩ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস।
বুধবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা বেজে ৪৩ মিনিটে। আর সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস শীতের আবহাওয়া শৈত্যপ্রবাহ BMD Bangladesh Meteorological Department Weather Forecast MET Office Forecast Winter Cold Wave
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।