মঙ্গল গ্রহে থাকার সুযোগ দিচ্ছে নাসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ০০:১১

মঙ্গল গ্রহে থাকার সুযোগ দিচ্ছে নাসা

পৃথিবীর প্রতিবেশী মঙ্গলকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। রহস্যময় লাল গ্রহটিকে নিয়ে বিজ্ঞানীরাও চালিয়ে আসছেন নানা অনুসন্ধান আর গবেষণা। সম্প্রতি মঙ্গল গ্রহ নিয়ে আগ্রহীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে।

লাল গ্রহটিতে থাকার এই মিশনে চারজনকে বেঁছে নেবে নাসা। গত শুক্রবার (৬ আগস্ট) থেকেই আবেদন নিতে শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

এক বছরের এই মিশনে নির্বাচিতদের মঙ্গলের আলফা টিলায় কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে একটা বছর। অবশ্য সত্যি সত্যি রকেটে করে লাল গ্রহে যেতে হবে না কাউকে। পৃথিবীর বুকেই তারা পাবেন মঙ্গলের বৈরি পরিবেশ।

যুক্তরাষ্ট্রের হাউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারেই থ্রিডি প্রিন্টারের সাহায্যে বানানো হয়েছে ৩৭০০ বর্গফুটের এক বিশেষ স্থান। কৃত্রিমভাবে সেখানে মঙ্গলের পরিবেশ সৃষ্টিও করা হয়েছে।

সেখানে নির্বাচিতদের মঙ্গলের মতোই বিপদ এবং অসুবিধার সম্মুখীন হতে হবে। কৃত্রিমভাবেই সেখানে জিনিসপত্রের সীমাবদ্ধতা, যন্ত্রপাতির বিকল হয়ে পড়া, যোগাযোগে সমস্যা, পরিবেশগত সমস্যা সবকিছু সৃষ্টি করা হবে।

নাসার উদ্দেশ্য, মঙ্গলের বৈরি পরিবেশের চ্যালেঞ্জ সামলাতে মানুষ কতটা ভাল ভাবে প্রতিক্রিয়া দেয় তা দেখা। বিশেষ করে এক বছর ধরে অমন পরিবেশে থাকতে হলে ধৈর্য রাখা এবং মানসিকভাবে চাঙ্গা থাকা খুবই জরুরি।

মঙ্গল নিয়ে এই মুহূর্তে নাসা সহ অনেকগুলি মহাকাশ গবেষণা কেন্দ্র উঠেপড়ে লেগেছে। এই দশকের মধ্যেই লাল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা। আর তার জন্যই বিজ্ঞানীদের এত আয়োজন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top