হাইকোর্টে জুলাই-আগস্ট গণহত্যা রিপোর্ট ঐতিহাসিক দলিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৬:১৫

বুধবার, ২১ আগস্ট, জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময়ের গণহত্যা বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ নামে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
আইনজীবী মো. তানভীর আহমেদ জানিয়েছেন, আদালত জানতে চেয়েছেন, কেন জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবহার করা হবে না।
জাতিসংঘের এই প্রতিবেদনে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। এতে গুরুতর আহতদের সাক্ষাৎ ও বিক্ষোভকারীদের বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। হাইকোর্টের এই রায় ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।