প্রয়াণের আট বছর পরও ঢাকাই সিনেমায় নায়ক রাজ্জাকের শূন্যতা স্পষ্ট
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৮:৫৫

ঢালিউডের চিরকালীন নায়ক রাজ্জাক নেই, তবু তার স্মৃতি রয়ে গেছে সিনেমার প্রতিটি প্রজন্মে। জীবনের ৭৫ বছরের মধ্যে পাঁচ দশকের বেশি সময় তিনি উৎসর্গ করেছিলেন চলচ্চিত্রকে।
২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তিন শতাধিক ছবিতে অভিনয় করা এই কিংবদন্তি অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘রংবাজ’, ‘ছুটির ঘণ্টা’, ‘বড় ভালো লোক ছিল’।
অভিনয়ের পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পদকসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা।
প্রয়াণের আট বছর পরও ঢাকাই সিনেমায় তার শূন্যতা স্পষ্ট। নায়করাজ রাজ্জাক রয়ে গেছেন বাংলার মানুষের হৃদয়ে চিরকালীন নায়ক হয়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।