মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে

উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৪:০৬

উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে

অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এটি ব্যবহার করা যাবে বিনামূল্যে। তবে এ জন্য পিসিতে উইন্ডোজ ১০ থাকতে হবে।মাইক্রোসফটের ভাষ্য মতে, উইন্ডোজ ১০ ইন্সটল থাকা পিসিগুলোতে বিনামূল্যে উইন্ডোজ ১১ আপগ্রেড করা যাবে। এছাড়াও, নতুন পিসিতে উইন্ডোজ ১১ প্রাক-ইন্সটল করা থাকবে বলেও জানিয়েছে মাইক্রোসফট।

এ সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক বলেন, উইন্ডোজ ১১ পরবর্তী প্রজন্মের উইন্ডোজের একটি সূচনা। এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়েছি। নতুন কিছু তৈরি করা বা গেমিং করাসহ যেকোনো কিছুর মাধ্যমেই ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশে উইন্ডোজ ১১ আনতে পেরে আমরা আনন্দিত।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দেবে। নতুন স্টার্ট মেনু ও টাস্কবার থেকে শুরু করে শব্দ, ফন্ট এবং আইকন পর্যন্ত প্রত্যেক ফিচারে ব্যবহারকারীরা পাবেন আরও আধুনিক, ফ্রেশ ও চমৎকার অভিজ্ঞতা। কেন্দ্রে থাকা স্টার্ট মেনুর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের কনটেন্ট অথবা অ্যাপে যেতে পারবেন। ক্লাউড ও মাইক্রোসফট ৩৬৫ এর সাহায্যে তারা সাম্প্রতিক সময়ে যে ফাইল নিয়ে কাজ করেছে তা রিসেন্ট ফাইলে দেখতে পারবেন। এক্ষেত্রে, অ্যান্ড্রয়েড বা আইওএস যে ডিভাইস হোক না কেন, ব্যবহারকারীরা এ সুবিধাটি গ্রহণ করতে পারবেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top