নেপালে শুভসূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ২০:৪৯
নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই শুভসূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্দডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে কিরগিজস্তান অলিম্পিক দলকে হারিয়েছে বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মিডফিল্ডার সোহেল রানার হাতে। এছাড়া একাদশে ঢুকেন তিন নতুন মুখ- মেহেদী হাসান রয়েল (ফরোয়ার্ড), দুই ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ।
খেলার শুরুতে তেমন আক্রমণাত্বক হতে পারেনি কোনো দলই। ১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।
ম্যাচের ৩০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।
এরপর দুই দলই গোল করার চেষ্টা করেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটি বদল আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। এই জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।