চ্যাম্পিয়ন নারী দলকে অভিনন্দন জানিয়েছে বিসিবি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:২৭
ঘরের মাঠে হওয়া প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন বিসিবি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও তারা প্রমাণ করেছে, দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশই।
সাফজয়ী মেয়েদের বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান লিখেছেন, ‘এই জয় আবারও প্রমাণ করলো দক্ষিণ এশিয়ায় আমাদের মেয়েরাই সেরা।’
আরও পড়ুন: নাগপুর টেস্টের প্রথম দিনে ভারতের শুভ সূচনা
সিনিয়রদের সাফ টুর্নামেন্টেই নয়, মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টেও বাংলাদেশ রাজত্ব করছে। গত বছর সিনিয়র দল সাফ জিতেছিল। এরই ধারাবাহিকতায় জুনিয়র দলও একই পথে হাঁটলো। বিষয়টি উল্লেখ করে বোর্ড প্রধান আরও বলেছেন, ‘এমন জয় গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো কাজের ফল। আমার কোনও সন্দেহ নেই, এই ধরনের পারফরম্যান্স বাংলাদেশের সকল খেলায় নারীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।