করোনার ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ১৯:৫৮

ছবি: সংগৃহীত

ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাসের টিকা রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এর ফলে, দরিদ্র দেশগুলোকে টিকার প্রথম ডোজের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।

ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রোববার (৩ জানুয়ারি) ভারতীয় নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। কিন্তু শর্ত হলো, ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। আর তাই আপাতত রপ্তানি করতে পারবে না সিরাম ইন্সটিটিউট।

প্রসঙ্গত, ৫ নভেম্বর অক্সফোর্ড উৎপাদিত 'কোভিডশিল্ড' টিকার ৩ কোটি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এরই আওতায় প্রথম ধাপের ৬ মাসের প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ করে ভ্যাকসিন দেয়ার কথা ছিল সিরামের। কিন্তু ভারতের এই হঠাৎ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ভ্যাকসিন পেতে দেরি হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top