জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
Nasir Uddin | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৯
জুলাই আন্দোলনে আহত ৭ জনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন।
এরা হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। এই ৭ জন ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমলজিতে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, গতকাল রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু। স্বাস্থ্য উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য, জুলাই গণবিপ্লবে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অনেকেই দুচোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে যান। অনেকে একচোখ হারিয়েছেন। বেশিরভাগেরই চিকিৎসা দেশেই হয়েছে। চোখে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে। সে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককেই দেশের বাহিরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে।
এ পর্যন্ত ১৩ জনকে দেশের বাহিরে চিকিৎসা পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিংগাপুরে রওয়ানা হয়েছেন চোখে আঘাত প্রাপ্ত ৭ জন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।