বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি "মারকেজ"
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ০২:১২
![বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি "মারকেজ"](https://newsflash71.com/uploads/shares/2021/oldest-man-alive-2021-07-07-18-09-45.jpg)
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড করলেন এমিলিও ফ্লোরেস মারকেজ। বর্তমানে তার বয়স ১১২ বছর। খুব শিগগিরই তিনি ১১৩ বছরে পদার্পন করবেন। আর তাই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (পুরুষ) জীবিত হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।
১৯০৮ সালের ৮ আগস্ট পুয়ের্তো রিকো ক্যারোলিনায় জন্মগ্রহণকারী মারকেজ। ১১ ভাইবোনের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়। যদিও শিক্ষার তেমন সুযোগ পাননি মারকুইজ। কারণ খুব অল্প বয়স থেকেই, সে তাদের আখ খামারে বাবাকে সহায়তা করে এসেছেন। পরিবারের সবার মুখে খাবারের যোগান দিতে দিন-রাত কৃষিকাজ করেছেন। তবুও ক্লান্ত হয়ে পড়েননি। হাসিমুখে ও ভালোবেসে পরিবারের সবার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন।
আন্দ্রেয়া পেরেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারকুইজ। একে একে চার সন্তানের বাবা হন মারকুইজ। মারকুইজের সঙ্গে ৭৫ বছর সংসার করে মারা যান পেরেজ। মারকুইজের এখন ৫ জন নাতি-নাতনি আছেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেস বুকে নাম ওঠাতে পেরে গর্বিত মারকুইজের পরিবারও।
দীর্ঘায়ুর বিষয়ে মারকুইজ জানান, ‘আমি বিশ্বাস করি, সুখীভাবে বাঁচলে আপনি সুস্থ থাকবেন। এজন্য প্রচুর ভালবাসা প্রয়োজন এবং রাগ ছাড়াই জীবনযাপন করা দরকার। আমার বাবা আমাকে সবসময় পরিবারসহ সবাইকে ভালোবাসতে বলতেন।’ তার মতে, ‘ভালোবাসা এবং ভালো কাজের বিনিময়েই ১১২ বছর বেঁচে আছি!’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: এমিলিও ফ্লোরেস মারকেজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।