শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

২৮ জুলাই বুধবার, কেমন যাবে দিনট!

নিউজফ্ল্যাজ৭১ | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১৭:৩৮

২৮ জুলাই বুধবার, কেমন যাবে দিনট!

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক-জাতিকার দিনটি কর্মে অগ্রগতির। সহকর্মীদের সকল অপবাদ ভুল প্রমাণিত করে নিজের কাজে সফল হবেন। আপনার দক্ষতা ও একাগ্রতা দিয়ে আপনার নিজের আয়-রোজগার বাড়বে। সংসারে কাজের লোকের উপর অধিক নির্ভরতা ঠিক নয়। নিজের কাজ নিজে করার অভ্যাস গড়তে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকার আয়-রোজগারের জন্য বলবান। ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িতদের বকেয়া বিল আদায়ে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠার সুযোগ আসবে। বন্ধুর সাহায্যে কোনো বড় দেনা থেকে রক্ষা পেতে পারেন। চাকরিজীবীদের বাড়তি আয়ের যোগ প্রবল।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার নিজের ব্যর্থতা, হতাশা ভুলে গিয়ে কর্মস্থলে উন্নতির দিন। পেশাগত জীবনে সফল হতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই। পিতার সঙ্গে চলতে থাকা সম্পর্কের ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। স্বাধীন পেশাজীবীদের প্রযুক্তি নির্ভর কাজে দক্ষ হওয়ার প্রয়োজন। প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার অনলাইনের শিক্ষায় অগ্রগতি। জীবীকার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। বৈদেশিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ আপনার ভাগ্য উন্নতিতে সহায়তা করবে। বৈদেশিক পণ্য বা সেবার ব্যবসায় আয়-রোজগার বৃদ্ধির আশা। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি লাভ। শিক্ষকের পাশে দাঁড়াতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার ঋণ সংক্রান্ত জটিলতা কমে আসবে। ব্যক্তিগত দেনা-পাওনা মিটিয়ে পুনরায় জীবন-যাপন শুরু করতে পারবেন। রাস্তা-ঘাটে একটু সাবধানে চলতে হবে। ছোট-খাটো দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফল হওয়ার আশা।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি হবে ব্যবসায়ীক সাফল্যের। মেধা ও বুদ্ধি দিয়ে আজ ব্যবসায় আয়-রোজগারের যোগ। অংশীদারি কাজে কিছু লাভের আশা করতে পারেন। জীবন সাথীর কাছ থেকে পাবেন আর্থিক সহায়তা। অবিবাহিতদের বিয়ের বিষয়ে অভিভাবকগণ কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক-জাতিকার দিনটি কর্মে অগ্রগতির। সহকর্মীদের ভুল প্রমাণিত করে নিজের কাজে সফল হবেন। আপনার দক্ষতা ও একাগ্রতা দিয়ে আপনার নিজের আয়-রোজগার বাড়বে। সংসারে কাজের লোকের উপর অধিক নির্ভরতা ঠিক নয়। নিজের কাজ নিজে করার অভ্যাস গড়তে হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমে আসবে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি কমিয়ে আনতে হবে। শিল্পী-কলাকুশলী ও সৃজনশীল পেশাজীবীদের নতুন কাজে দেখা দেবে প্রশাসনিক জটিলতা। নির্মাতা ও শিল্পীদের দিনটি আশানুরূপ নয়। লকডাউনের কবলে পরে চলমান কাজের পরিকল্পনা নষ্ট হবে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক-জাতিকার দিনটি পারিবারিক ব্যস্ততার। কর্মস্থল থেকে নানা রকম চাপ প্রয়োগ করা হবে। প্রভাবশালী আত্মীয়ের চেষ্টায় বেকার জীবন থেকে মুক্ত হতে পারেন। ব্যবসায়ীক জটিলতা ধীরে ধীরে দূর হওয়ার আশা। স্থাবর সম্পত্তি বিক্রয়ে আত্মীয়দের সাহায্য লাভ। গৃহস্থালি কাজে অর্থ ব্যয়ের যোগ।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকার দিনটি যোগাযোগে সাফল্য লাভের। অনলাইন ব্যবসা বা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আজ সাফল্য আসবে। সাংসারিক বিষয় নিয়ে ভাই-বোনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। অনলাইনে বস্ত্র ও কাপড় ব্যবসায়ীদের নতুন আয়ের আশা। সাংবাদিকদের দিনটি সতর্কতার।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার বকেয়া অর্থ আদায়ে সফল হওয়ার আশা। খাদ্য-পানীয় ও ফলমূলের ব্যবসায়ীদের আয়-রোজগারে অগ্রগতি নেই। আত্মীয়ের আর্থিক সঙ্কটে পাশে দাঁড়াতে কিছু টাকা ধার দিতে হবে। সাংসারিক জীবনে শ্যালক-শ্যালিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা। ধারাবাহিক আয় বাধাগ্রস্ত হওয়াতে সঞ্চয়ের চেষ্টা হবে ব্যর্থ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার দিনটি সকল প্রতিকূলতাকে জয় করার। কর্মস্থলে ও ব্যবসায়ীক জীবনে আজ সফল হতে পারবেন। ব্যক্তিগত ভুল বুঝাবুঝি কাটাতে হবে। জীবন সাথীর সান্নিধ্য ও সাহায্য পাওয়ার আশা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবেন। মানসিক অস্থিরতা চলতে থাকবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top