শসা-লেবু স্মুথি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২১, ০০:৩৫

শসা-লেবু স্মুথি

ভাদ্র মাসের এই রোদ এই বৃষ্টির ভ্যাপসা গরমে যখন বিরক্ত সবাই, তখনি আপনাকে স্বস্তি দিতে পারে শসা-লেবুর ঠাণ্ডা পানীয়। এটা যেমন শরীরের সাথে সাথে মনকেও ঠান্ডা করবে এবং সতেজ রাখবে।

খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে চলেন দেখে নেই এর রেসিপি -

উপকরণ 

- টুকরা করে কাটা শসা

- পুদিনা পাতা কয়েকটি

- ২ কাপ স্প্রাইট

- লেবুর রস ১ টেবিল চামচ

- লবণ ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস সংগ্রহ করুন। একটি গভীর পাত্রে লেবুর রস, শসার রস, লবণ, স্প্রাইট, পুদিনা পাতা কুচি একসঙ্গে মেশান। গ্লাসে ঢেলে বরফের কুচি মিশিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা শসা-লেবুর পানীয়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: শসা-লেবু


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top