শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পূজোর রেসিপি

পূজোয় পটলের মুড়িঘণ্ট বা চাল-পটল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২৩:৫২

পূজোয় পটলের মুড়িঘণ্ট বা চাল-পটল

পূজোয় চাল-পটল ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা এমনিও খেতে পারেন। চাল-পটল বানাতে খুব বেশি উপকরণ লাগে না। আসুন দেখে নেয়া যাক এর রান্না পদ্ধতি -

উপকরণ :

  • পটল ১০-১২ টি
  • পোলাও এর চাল ২মুঠ
  • এলাচ ৫-৬ টা
  • দারচিনি ২-৩ টুকরা
  • তেজপাতা ১ টা
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • গোটা জিরা ১ চা চামচ
  • কিসমিস ১৫-২০ টা
  • শাহী জিরা গুড়া ১ টেবিল চামচ
  • হলুদ ও মরিচ গুড়া সামান্য
  • তেল ১ কাপ
  • কাঁচা মরিচ পছন্দমতো (কিছু কেটে, কিছু আস্ত)
  • লবণ ও চিনি আন্দাজমতো

রান্নার পদ্ধতি :

  • পটল লবন দিয়ে মেখে হালকা করে ভেজে উঠিয়ে নিন।
  • তারপর গরম তেলে পোলাও এর চাল, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, গোটা জিরা, কিসমিস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে অল্প জল দিন।
  • শাহী জিরা গুড়া, হলুদ ও মরিচ গুড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে আরও জল দিন।
  • চাল ফুটে উঠলে পটলগুলো দিয়ে জল শুকিয়ে তেল উঠলে নামিয়ে নিন।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: চাল-পটল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top