মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ত্বকের যত্নে ঘি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০৪:৩৮

ত্বকের যত্নে ঘি

শীতে সবারই ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। কেননা এই সময় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ফলে দেখা দিতে পারে ত্বকের নানা সমস্যা। এজন্য আমরা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার পণ্য ব্যবহার করে থাকি। তবে আশানুরূপ ফল পাওয়া যায় না। ত্বকে শুষ্কতা রয়েই যায়। এজন্য ব্যবহার করতে পারেন ঘি। চলুন জেনে নেয়া যাক ত্বকে ঘি ব্যবহারের পদ্ধতি-

  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাতে সামান্য ঘি নিয়ে পাঁচ মিনিট মুখে হালকা ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল করে।
  • প্রতিদিন গোসলের সময় ঘি দিয়ে পুরো শরীর ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি শীতের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
  • প্রাকৃতিক এই উপাদান বয়সের ছাপ দূর করতে বেশ কার্যকর। ঘি দিয়ে ম্যাসাজ করলে ত্বকের বলিরেখা ও কুঁচকানো ভাব দূর হয়।
  • ঘিয়ের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও মসৃণ করবে।
  • ঘুমানোর আগে ঠোঁটে ঘি দিয়ে ম্যাসাজ করুন। মাত্র এক সপ্তাহের মধ্যে এটি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁট নরম ও মসৃণ করবে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top