রূপচর্চায় চকলেট

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৬:০০

রূপচর্চায় চকলেট

চকোলেটে আছে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল, যার ভেতরে থাকে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি আমাদের ত্বকের কোমলভাব বজায় রাখতে কাজ করে। সেই সাথে ত্বককেকরে তোলে উজ্জ্বল। পাশাপাশি এটি মুক্তি দেয় বলিরেখা থেকেও। খাওয়ার পাশাপাশি রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন চকোলেট। চলুন জেনে নিই রূপচর্চার কাজে চকোলেট কীভাবে ব্যবহার করবেন-

চকোলেট ক্লিনজার|: ডার্ক কোকো পাউডার ও দুধের সঙ্গে যেকোনো ক্লিনজার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হবে চকোলেট ক্লিনজার। এই ক্লিনজার ব্যবহার করলে তা যেকোনো ত্বকেই উপকার বয়ে আনবে। এটি ব্যবহার করলে তা ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করবে। এর ফলে ত্বক আরও বেশি কোমল ও সতেজ হয়ে উঠবে।

চকোলেট-মুলতানি মাটির প্যাক: আপনি যদি চকোলেটের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তবে বেশি উপকার পাবেন। এতে খরচও খুব একটা হবে না। ফেসপ্যাকে কোকো পাউডার বা চকোলেটের গুঁড়া থাকলে তা সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় বলিরেখা দূর করে। সেসঙ্গে এটি ত্বকের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতেও কাজ করে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে দূর হয় ত্বকের কালো দাগ। এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে আপনার ত্বকের উজ্জ্বলতা।


সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top