সুস্বাদু চিকেন শর্মা তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৪:৫৯

বিকেলের হালকা নাশতায় চিকেন শর্মা খেয়ে থাকেন অনেকেই। খুব অল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার রেসিপি। চলুন দেখে নেয়া যাক এর তৈরি পদ্ধতি-
উপকরণ:
- মুরগির মাংস—২৫০ গ্রাম
- পেঁয়াজ—এক কাপ
- টমেটো—এক কাপ
- আদা ও রসুনের পেস্ট—এক চামচ
- মরিচ—আটটি
- গাজর
- হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ সোয়া সস—এক চামচ।
- টমেটো সস—এক চামচ, চিলি সস—এক চামচ
- পিঠা রুটি—পাঁচটি, ধনে পাতা—হাফ কাপ, তেল, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি:
একটি প্যানে পরিমাণমতো তেল নিয়ে তাতে পেঁয়াজ, মরিচ, আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো, গাজর ও ক্যাপসিকাম দিন। উপকরণগুলো ভালো করে নাড়ুন। তারপর তাতে সবকটি সস দিয়ে আবার ভালো করে মেশান।
একটা প্রেশার কুকারে মুরগির মাংস নিয়ে ভালো করে রান্না করে নিন। মাংস রান্না হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিন। এবার প্যানে বাকি উপকরণগুলোর সঙ্গে মুরগির মাংসটা যোগ করুন।
তারপর তাতে পরিমাণমতো লবণ, ধনে পাতা এবং বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়ুন। চিকেনের এই তরকারির ওপর এবার পরিমাণমতো চিজ ছড়িয়ে দিন। এবার পিঠা রুটি নিন।
এক চামচ মাংসের তরকারি নিয়ে পিঠা রুটির মধ্যে দিয়ে দিন। এবার পিঠা রুটিগুলো রোল করে কাগজে মুড়িয়ে ফেলুন। আপনার চিকেন শর্মা রোল তৈরি পরিবেশনের জন্য।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: চিকেন শর্মা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।