গরুর মাংসের কাঠি কাবাব তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৪:০১

গরুর মাংস দিয়ে রান্না করা যায় একাধিক পদ। এর মধ্যে কাবারের আইটেমই আছে বেশ কয়েকটি। তবে গরুর মাংসের কাবাবের মধ্যে কাঠি কাবাব বেশ সুস্বাদু। যে কোন আপ্যায়নে এই খাবারটি পরিবেশন করলে নিশ্চিত আপনি প্রশংসা পাবেন। চলুন তাহলে দেখে নেয়া যাক কাঠি কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন এই কাবাব-
উপকরণ:
- গরুর মাংসের কিমা আধা কেজি
- ডিম একটি
- পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ
- আদা বাটা এক চা চামচ
- রসুন বাটা এক চা চামচ
- ঘি দুই টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ
- কাঁচামরিচ কুঁচি চার-পাঁচটি
- জয়ফল গুঁড়া আধা চা চামচ
- জয়ত্রী গুঁড়া আধা চা চামচ
- কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ
- কাঁচা পেঁপে বাটা দুই চা চামচ
- লবণ স্বাদমতো
- কাঠি পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ডিম, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ঘি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম, কাঁচা পেঁপে ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মেরিনেটের জন্য মাংসের মিশ্রণ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর কাঠের কাঠির মধ্যে মুঠো করে মাংসের মিশ্রণ লাগিয়ে নিন। প্যানে ঘি গরম করে এগুলো ভাজতে থাকুন। দুই পাশ বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের কাঠি কাবাব।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: গরুর মাংসের কাঠি কাবাব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।