ক্যাপসিকাম চিকেন তৈরির রেসিপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ০৪:২০

রান্নায় যাদের দেরি পছন্দ নয়, এমন মানুষদের জন্য ক্যাপসিকাম চিকেন একদম পারফেক্ট। মাত্র ১০ মিনিটে রান্না হবে এই রেসিপিটি। চলুন দেখে নেয়া যাক এর তৈরি প্রণালী-
উপকরণ:
- চিকেন ১০ পিস,
- ক্যাপসিকাম ৪টি ফালি ফালি করে কাটা,
- পেঁয়াজ ৫ টি ফালি করে কাটা,
- কাঁচা মরিচ ৬ টি এক ফালি করে কাটা,
- আদা পেস্ট ১ টেবিল চামচ,
- রসুন পেস্ট ১ টেবিল চামচ
- লবণ পরিমাণমতো,
- জিরা গুড়া ১ চা চামচ,
- টমেটো সস ২ টেবিল চামচ,
- তেল পরিমানমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে চুলায় তেল দিয়ে তাতে আদা, রসুন পেস্ট দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে ছোট করে কাটা মুরগি ছেড়ে ভাল করে ভেজে নিতে হবে। লবণ দিন।
এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম ও মরিচ ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে নামানোর আগে টমেটো সস ও জিরা গুড়া দিয়ে দিতে হবে। এবার আর এক মিনিট ভেজে গরম গরম নামান।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ক্যাপসিকাম ক্যাপসিকাম চিকেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।