বৃষ্টিস্নাত সন্ধ্যায় চাওমিন
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০২:১৫
![বৃষ্টিস্নাত সন্ধ্যায় চাওমিন](https://www.newsflash71.com/uploads/shares/2021/chowmin-2021-06-06-18-13-11.jpg)
- বোনলেস চিকেন - ২ কাপ
- শ্রিম্প - ১.৫ কাপ
- ক্যাপসিকাম লাল ও সবুজ জুলিয়ান কাট - ১ কাপ
- বাঁধাকপি জুলিয়ান কাট - ১/২ কাপ
- গাজর জুলিয়ান কাট - ১/২ কাপ
- পেঁয়াজ পাতা কুঁচি - ১/২ কাপ
- কাঁচা মরিচ মাঝখানে ফেরে কাটা - ৫-৬ টা
- নুডুলস সেদ্ধ - ১ টি বড় প্যাকেট
- লবণ - পরিমাণমতো
- গোলমরিচ গুঁড়ো - পরিমাণমতো
- সয়া সস - ২ টেবিল চামচ
- চিলি সস - ১/২ কাপ
- সিজুয়ান সস - ১/২ কাপ
- টম্যাটো কেচাপ - ১/২ কাপ
– চিকেন আর শ্রিম্প রান্না হতে হতে তাতে ভেজিটেবল দিয়ে দিন সব। কাঁচা মরিচ দিন। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিন। নেড়েচেড়ে সব কিছুক্ষন রান্না করুন।
– এবার নুডুলস দিয়ে দিন। সব ভালমতো মিশিয়ে নিন।
– এবার সব সস দেয়ার পালা। সয়া সস, চিলি সস, সিজুয়ান সস, টম্যাটো কেচাপ, অয়েস্টার সস দিয়ে দিন। ভিনেগার দিন। সব এবার শেষবারের মত খুব ভালমতো মিক্স করে নিন।
– হয়ে গেলে নামিয়ে প্লেট-এ সাজিয়ে স্প্রিং অনিঅন দিয়ে দিন উপরে। পরিবেশন করুন রেস্টুরেন্ট-এর স্বাদে মিক্সড চাওমিন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চাওমিন বৃষ্টিস্নাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।