শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বৃষ্টিস্নাত সন্ধ্যায় চাওমিন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০২:১৫

বৃষ্টিস্নাত সন্ধ্যায় চাওমিন
বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে সন্ধ্যার নাস্তা টা কিন্তু বেশ আয়েশী হতে হয়। আরামদায়ক আবহাওয়ায় চটপটে কিছু যেন মিইয়ে যাওয়া শরীর আর মন কে চনমনে করে তোলে। আর শরীর ও মনকে চনমনে করতেই চাইনিজ চাওমিন বিকল্প নেই। যেমন সহজ তেমনি সুস্বাদু আর সব বয়সের জন্যই যেন পারফেক্ট নাস্তা এই চাওমিন।
 
চলুন দেখে নেই এর রেসিপি -
 
উপকরণ:
 
  • বোনলেস চিকেন - ২ কাপ
  • শ্রিম্প - ১.৫ কাপ
  • ক্যাপসিকাম লাল ও সবুজ জুলিয়ান কাট - ১ কাপ
  • বাঁধাকপি জুলিয়ান কাট - ১/২ কাপ
  • গাজর জুলিয়ান কাট - ১/২ কাপ
  • পেঁয়াজ পাতা কুঁচি - ১/২ কাপ
  • কাঁচা মরিচ মাঝখানে ফেরে কাটা - ৫-৬ টা
  • নুডুলস সেদ্ধ - ১ টি বড় প্যাকেট
  • লবণ - পরিমাণমতো
  • গোলমরিচ গুঁড়ো - পরিমাণমতো
  • সয়া সস - ২ টেবিল চামচ
  • চিলি সস - ১/২ কাপ
  • সিজুয়ান সস - ১/২ কাপ
  • টম্যাটো কেচাপ - ১/২ কাপ
 
প্রস্তুতপ্রণালী:
 
– ২ কাপ পানিতে ১ টেবিল চামচ তেল দিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ভালো করা ফুটে গেলে পুরো এক প্যাকেট নুডুলস ঢেলে দিন। ৮-১০ মিনিট পরে পানি থেকে নুডুলস তুলে ফেলুন।



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top