ঢাবি শিক্ষক জিয়ার মামলা সাইবার সিকিউরিটি ইউনিটে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৬:১৫
নিজস্ব প্রতিবেদক:
সালাম নিয়ে বিতর্ক সৃষ্টিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে হওয়া দুই মামলা তদন্তের জন্য পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
প্রসঙ্গত, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ এর ‘উপসংহার’ নামক একটি টকশোতে ‘আসসালামু ওয়ালাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ শুদ্ধভাবে উচ্চারণ করাকে জঙ্গিবাদের সংস্কৃতির পাশাপাশি গর্হিত, নিন্দনীয় বলে আখ্যা দেয়ায় অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে রোববার (২৫ অক্টোবর) মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ২৯ ধারা এবং একই আইনের ২৫ ও ২৮ ধারায় মামলা দু’টি করা হয়েছে বলে জানিয়েছেন, আইনজীবী ইমরুল হাসান।
মামলায় উল্লেখ করা হয়, ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামে টক শোতে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ শিরোনামে আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু ওয়ালাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’এর শুদ্ধ উচ্চারণকে জঙ্গিবাদের সংস্কৃতি বলে ব্যাখা করেন অধ্যাপক জিয়াউর রহমান। তার এ ধরণের বক্তব্য মুসলিম ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।