ডিআইজি পার্থের বিচারকার্য শুরু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৯:৩০
নিজস্ব প্রতিবেদক:
ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত ডিআইজি পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলাম এ চার্জ গঠন করেন এবং ১৮ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস দুদকের দেয়া এই চার্জশিট গ্রহণ করেন এবং সাথে সাথেই মামলার চার্জ গঠন শুনানির জন্য ঢাকার বিশেষ জজ-১০ আদালতে বদলি করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। তারপরই ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।