কারাগারে বিএনপি নেতা মীর নাছির
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ০০:২৬
নিজস্ব প্রতিবেদক:
দুদকের করা মামলায় ১৩ বছর দণ্ড প্রাপ্ত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এ মীর নাছির আত্মসমর্পণ করেন। তখন বিচারক এসএম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত বছর ১৯ নভেম্বর দুর্নীতির মামলায় বিএনপি নেতা মীর নাছিরকে বিচারিক আদালতে ২ টি অভিযোগে দেওয়া ১০ ও ৩ বছর এবং তার ছেলে ব্যারিস্টার মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এ বিষয়ে তাদের করা আপিল খারিজ করে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
রায় বিশেষ জজ আদালত ঢাকা-২ যে দিন পাবেন সেদিন থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী মীর নাছির ও তার ছেলে মীর হেলাল বিচারিক আদালতে আত্মসমর্পণ করলেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।