শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৬:৪১

সিলেট থেকে:

আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, রিমান্ড শুনানিকালে আকবরের কিছু বলার আছে কিনা জানতে চাইলে আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো অপরাধ করিনি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) সিলেট জেলা পুলিশ রাত ৮টার দিকে আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। এরপর রাতেই পিবিআই তাদের কার্যালয়ে আকবরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে।

এ বিষয়ে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান মঙ্গলবার দুপুরে যুগান্তরকে বলেন, আমরা তাকে আদালতে সাত দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে সাত দিনের মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতনে হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top