শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অর্থ পাচার মামলায় গ্রেফতার দেখানো হলো সম্রাটকে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৮:৪২

নিজস্ব প্রতিবেদক:

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে অবৈধ উপায়ে ১৯৫ কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় সম্রাটক ও আরমানকে সকালে অ্যাম্বুলেন্সে সিএমএম আদালতে আনা হয়।

ঢাকা মহানগর হাকিম (সিএমএম) এ ২ আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করে সিআইডি। সোমবার (৯ নভেম্বর) দুই পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে সিআইডি। মামলায় সম্রাটের অন্যতম সহযোগী আরমানকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ১৯৫ কোটি টাকা অজন এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করার অভিযোগ আনা হয়।

এবং সেপ্টেম্বরেই ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে এলিট ফোর্স র‌্যাব। ক্যাসিনো তদন্তে নেমে ওই সময় যুবলীগ নেতা সম্রাটে সংশ্লিষ্টতা নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

পড়ে গত বছরের ৫ অক্টোবর ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাট ও তার সহযোগী আরমানকে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top